Modi Breaks Independence Day Speech record Photo Credit: X@ANi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৫ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের জামশেদপুরে ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করবেন। রেলসূত্রের খবর এই এক্সপ্রেস ট্রেনগুলি প্রতিটি রাজ্যের সাথে সংযুক্ত। আগামীকাল টাটানগর রেলওয়ে স্টেশনে একটি জমকালো অনুষ্ঠানে এই ট্রেনগুলোর উদ্বোধন করা হবে। ঝাড়খন্ডের বুকে গোটা অনুষ্ঠানটির লক্ষ্য হল রেলওয়ে নেটওয়ার্কের চলমান আধুনিকীকরণকে তুলে ধরা এবং ঝাড়খন্ড এবং প্রতিবেশী রাজ্যগুলিতে সংযোগ এবং সুবিধা বৃদ্ধি করা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রবর্তন ভারতীয় রেলকে একটি বিশ্বমানের সত্তায় রূপান্তরিত করার সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রমাণ।

 

এই ট্রেনগুলির উদ্বোধন ছাড়াও অনুষ্ঠানটিতে আঞ্চলিক পরিকাঠামোর উন্নতিতে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলিকেও গুরুত্ব দেওয়া হবে। এমনকি কাল ঝাড়খণ্ড বেশ কয়েকটি মূল রেল প্রকল্পের উন্মোচন দেখতে পাবে।

বন্দে ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের চলমান প্রস্তুতি পর্যালোচনা করতে আজ সন্ধ্যায় টাটানগর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারত উদ্বোধনের পর আগামীকাল জামশেদপুরের গোপাল ময়দানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকের আগে প্রধানমন্ত্রী ভোল্টাস গোলচত্বর থেকে গোপাল ময়দান পর্যন্ত ১.৫ কিলোমিটার দীর্ঘ রোড শো করবেন।