তিনদিনের সফরে আগামীকাল ঝাড়খন্ড গুজরাট ও ওড়িশায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন থেকে ছটি বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করবেন তিনি। এছাড়াও ওই অনুষ্ঠানে রেলের ৬৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে কুড়ি হাজার সুবিধা প্রাপকের হাতে অনুমোদন পত্র তুলে দেবেন।
রবিবারের পর আগামী সোমবার গুজরাটের গান্ধীনগরে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন। ঐদিনই তিনি গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টরস মিট অ্যান্ড এক্সপোর উদ্বোধন করবেন। এছাড়াও তিনি আমেদাবাদে মেট্রো প্রকল্পের উদ্বোধন করে সেকশন ১ স্টেশন থেকে গিফট সিটি স্টেশন পর্যন্ত মেট্রোয় ভ্রমণ করবেন। ওই দিন সন্ধ্যায় আমেদাবাদে ৮ হাজার কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিক প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি ওড়িশায় যাবেন। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পের সুবিধার প্রাপকদের সঙ্গে কথা বলবেন। ভুবনেশ্বরে ৩৮০০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস- ও করবেন তিনি।
Prime Minister @narendramodi will be on three-day visit to Jharkhand, Gujarat and Odisha from tomorrow.
PM Modi will travel to Jharkhand tomorrow and flag off Six #VandeBharatTrains including Tatanagar-Patna Vande Bharat Train at Tatanagar Junction Railway Station.
He will… pic.twitter.com/zEnTT699fG
— All India Radio News (@airnewsalerts) September 14, 2024