রাঁচি, ৮ জুলাইঃ আস্থা ভোটে জয় সহজ হেমন্তের (Hemant Soren)। জমি কেলেঙ্কারি মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় জেল থেকে ছাড়া পেয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান হেমন্ত সোরেন। জেল থেকে মুক্তি পেয়ে পুনরায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবু পুত্র। সোমবার বিধানসভায় ছিল হেমন্তের আস্থা ভোট। জয়ের জন্যে তাঁর প্রয়োজন ছিল ৩৮ জন বিধায়কের সমর্থন। সোমবার আস্থা ভোট শুরু হওয়ার পর একে একে ৪৫ জন বিধায়কের সমর্থন এসে পরে মুখ্যমন্ত্রীর ঝুলিতে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আস্থা ভোটে জয়ী হন হেমন্ত সোরেন (Hemant Soren)।
এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) বিধায়ক সংখ্যা ২৭ জন। এছাড়া জোট শরিক কংগ্রেসের (Congress) ১৭টি এবং আরজেডি-র (RJD) একটি বিধায়ক রয়েছে। সব মিলিয়ে মোট ৪৫ জন বিধায়ক রয়েছে জেএমএম-এর সঙ্গে। জোটের সকল বিধায়কদের সমর্থন পেয়ে আস্থা ভোটে জয়ী হয়েছেন হেমন্ত। আস্থা ভোটে হেমন্তের জয় নিশ্চিত বুঝে বিধানসভায় হট্টগোল শুরু করে বিরোধী শিবির। এরপর মুখ্যমন্ত্রী ধন্যবাদ ভাষণ রাখতে উঠে দাঁড়ালে একে একে বিধানসভা ছেড়ে বেরিয়ে যান বিরোধী বিধায়কেরা।
জয়ের ভাষণ...
Watch: Jharkhand CM Hemant Soren says, "...I want to thank all my MLA and Champai Soren, who have run the government very nicely..."
(Video - JVSTV) pic.twitter.com/nMj8kE2d8n
— IANS (@ians_india) July 8, 2024
জমি কেলেঙ্কারিতে অর্থ পাচার মামলায় গত ৩১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। গ্রেফতারির ঠিক দুদিন আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন চম্পই সোরেন। গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্তের জামিনের আবেদন গৃহীত হয়। দীর্ঘ পাঁচ মাস জেল বন্দি থাকলেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেশ করতে ব্যর্থ ইডি। ফলে হেমন্তের জামিন মিলেছে। তবে ইডি সূত্রে খবর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম করতে যাবে তাঁরা। তবে ইডির সেই পদক্ষেপে আর ভয় পাচ্ছে না জেএমএম। শীর্ষ আদালতে যদি হেমন্তের জামিন স্থগিত হয় এবং তিনি পুনরায় গ্রেফতার হন তাহলে আর ইস্তফা দেবেন না মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মত জেলে বসেই মুখ্যমন্ত্রীত্ব সামলাবেন হেমন্ত।