রাঁচি, ৩১ জানুয়ারি: ইডি (ED) আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে 'হেনস্থা' করছেন। পাশাপাশি ইডি অফিসাররা তাঁদের গোটা সম্প্রদায়কে 'কালিমালিপ্ত' করতে চাইছেন বলেও অভিযোগ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গত সোমবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে পৌঁছে যায় ইডি। পরপর ৯বার নোটিশ দেওয়া সত্ত্বেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইডির দফতরে হাজির হননি। সেই কারণে ১০ নম্বর নোটিশ নিয়ে সোরেনের দিল্লির বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সেখানে তাঁরা হেমন্ত সোরেনের দেখা পাননি। ফলে দিনভর অপেক্ষার পর হেমন্ত সোরেনের ২টি বিএমডব্লিউ গাড়ি এবং বেশ কিছু নগদ বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন: Hemant Soren: ইডির ১০ নম্বর নোটিশের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ১৪৪ ধারা
সোমবারের ঘটনার পর মঙ্গলবার হেমন্ত সোরেন রাঁচির বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি মন্ত্রিসবার সদস্যদের নিয়ে বৈঠক করেন। যে ছবি ঝাড়খণ্ডের মখ্যমন্ত্রীর দফতরের তরফে প্রকাশ করা হয়। সেই সঙ্গে হেমন্ত সোরেন বেপাত্তা বলে যে খবর ছড়ায়, তা কার্যত নস্যাৎ করে দেওয়া হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে।