বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এবার ভাঙন বিহারের শাসক দল জনতা দল (ইউনাইটেড)-এর। নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে নতুন দল গড়লেন জেডি (ইউ)-র বড় নেতা উপেন্দ্র কুশওয়াহা। নীতীশের ঘর ভেঙে নরেন্দ্র মোদী-অমিত শাহ ঘনিষ্ঠ নেতা উপেন্দ্র-র নতুন দলের নাম- রাষ্ট্রীয় লোক জনতা দল।
নীতীশের দলের দিল্লির মুখ উপেন্দ্র ছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। বিহারে এনডিএ ছেড়ে ইউপিএ-র সমর্থনে মুখ্যমন্ত্রী হন নীতীশ। এরপর দলের নির্দেশ দিলেও উপেন্দ্র কুশওয়াহা বিজেপি-র সঙ্গ ছাড়েননি। পরে নীতীশের বিরুদ্ধে প্রকাশ্যে বারবার তোপ দাগেন উপেন্দ্র। যে উপেন্দ্রকে জেডি (ইউ)-য়ে নীতীশের উত্তরসূরি হিসেব ধরা হচ্ছিল। উপেন্দ্রর নতুন দল গড়ার পিছনে বিজেপি-র ইন্ধন দেখছে রাজনৈতিক মহলের একাংশ। নীতীশকে শিক্ষা দিতেই শাহ-নাড্ডারা উপেন্দ্রকে এগিয়ে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উপেন্দ্রও বিজেপি-তে সরাসরি যোগদানের থেকে আলাদা দল গড়ে নীতীশকে শিক্ষা দেওয়ার পথ বেছে নিলেন। আরও পড়ুন-দুই স্ত্রী নিয়ে নাজেহাল অবস্থা, কোন্দলের মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির
বিহারে ১২ বছর ক্ষমতায় থাকার পর এমনিতেই জেডি (ইউ)-র অবস্থা একেবারেই ভাল নয়। বয়সের মতই নীতীশের ভাবমূর্তি আর আগের মত নেই। ২০২০ বিহার বিধানসভায় জেডি (ইউ) মাত্র ৪৩টি আসনে জিতেছিল। যেখানে আরজেডি ৭৫, বিজেপি ৭৪টি আসনে জিতেছিল।
দেখুন টুইট
Bihar | We've decided to form a new party - Rashtriya Lok Janata Dal. This has been decided unanimously. I've been made its national president. The party will take forward the legacy of Karpoori Thakur. We'll work towards rejecting the agreement made with RJD: Upendra Kushwaha pic.twitter.com/7oEiqUhAF1
— ANI (@ANI) February 20, 2023
এর আগে মহারাষ্ট্রে এনডিএ ছেড়ে ইউপিএ-র হাত ধরায় বড় মাশুল চোকাতে হচ্ছে শিবসেনার উদ্ধব ঠাকরেকে। সিংহাসনের সঙ্গে শিবসেনার প্রতীক চিহ্নও হারাতে হয়েছে উদ্ধবকে।