ছবিটি প্রতীকী (Photo:Pixabay)

ভোপাল, ২০ ফেব্রুয়ারিঃ দুই স্ত্রী নিয়ে নাজেহাল ব্যক্তি। দুই স্ত্রী মুখোমুখি হতেই তুঙ্গে বচসা। বিতর্কের ভয়াবহ পরিণতি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ব্যক্তির।

আরও পড়ুনঃ মেয়েকে ধর্ষণের হুমকি,মাদকাসক্ত স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মধ্যপ্রদেশ ভোপালের বাসিন্দা তাহিরের স্ত্রী অঞ্জুম বিবাহবিচ্ছেদের মামলা (Divorce) দায়ের করেন তাঁর বিরুদ্ধে। খোরপোশ বাবদ কিছু জায়গা জমিও বাদি করেন তিনি। এদিকে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন তাহির দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী অঞ্জুম স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারা মাত্রই তাঁদের সন্তান এবং কয়েকজন আত্মীয় নিয়ে তাহিরের নতুন সংসারে হাজির হন।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের ইউটিউব চ্যানেলে নিষেধাজ্ঞা, নির্দেশ জারি কেরল সরকারের

তাহির স্নান করছিলেন সেই সময়ে। দরজা খোলেন স্বামীর দ্বিতীয় স্ত্রী হুমা খান। দরজা খুলতেই হুমার উপর ঝাঁপিয়ে পড়েন অঞ্জুম এবং তাঁর বাড়ির লোক। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বাথরুম থেকে বেরিয়ে তাহির দেখেন তাঁর দুই স্ত্রীর মধ্যে চুলোচুলির অবস্থা। বিতর্কের মাঝে আচমকাই তাহিরের শরীর ভেদ করে চলে যায় গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাহির। দুই পক্ষের কোন্দলে দ্বিতীয় স্ত্রী হুমাও আহত হন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে।

তবে এদিন কার হাতে গুলিবিদ্ধি হয়ে প্রাণ খুইয়েছেন তাহির তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে বলেই জানিয়েছেন ভোপাল এসিপি।