CM Nitish Kumar (Photo Credit: X)

JDU Candidate List: বিজেপি (BJP)-র পর এবার বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৫৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (CM Nitish Kumar) জনতা দল ইউনাইটেড পার্টি (Janata Dal United)। এনডিএ (NDA) জোটের অধীনে নীতীশের দল এবার ১০১টি আসনে লড়বে, বিজেপিও সমসংখ্যক আসনে প্রার্থী দেবে। বিহারের শাসক জোটের সবচেয়ে বড় দুটি দল মিলিয়ে মোট ১৩০টি আসনে (বিজেপি ৭৩, জেডিইউ ৫৭) প্রার্থী ঘোষণা করে ফেলল। জোট ধর্মরক্ষায় (NDA)গতবারের চেয়ে ১৪টি কম আসনে লড়ছে নীতীশের দল। আসন বণ্টন, টিকিট দেওয়া নিয়ে জেডি(ইউ)-য়ের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তারই মধ্য়ে বুধবার সকালে প্রার্থী তালিকা প্রকাশ করল বিহারের প্রধান শাসক দল।

বাহুবলী প্রার্থীদের ওপরেই নীতীশের বাজি

নীতীশ কুমারের দলের প্রার্থী তালিকায় তিনজন 'বাহুবলী'রয়েছেন। মোকামা থেকে অনন্ত সিং, ধুমাল সিং লড়ছেন একমায় আর কুচাইকোটে থেকে টিকিট দেওয়া হয়েছে অমরেন্দ্র পাণ্ডে-কে। বিহারে 'বাহুবলী প্রার্থী' কথাটার মানে হচ্ছে এমন এক রাজনৈতিক প্রার্থী, যিনি শুধু রাজনীতিতেই প্রভাবশালী নন, বরং তাঁর পেছনে আছে বলপ্রয়োগ, অস্ত্রবাজি, অপরাধমূলক প্রভাব ও স্থানীয় দাদাগিরি। পাশাপাশি নীতীশের দলের প্রার্থী তালিকায় ১০ জন তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধি আছেন।

দেখুন খবরটি

চিরাগের গড়ে প্রার্থী নীতীশের

এনডিএ-র সহযোগী দল চিরাগ পাসোয়ানের এলজিপি (রামবিলাস)-মজবুত গড় হিসাবে পরিচিত চারটি আসনে প্রার্থী দিলেন নীতীশ। বিজেপির সঙ্গে যতই সুসম্পর্ক থাকুক, নীতীশের সঙ্গে চিরাগের সম্পর্কটা একেবারেই ভাল নয়। এবার দেখার জেডি(ইউ)-য়ের দেওয়া প্রার্থীর বিরুদ্ধে চিরাগ তার দলের কাউকে দাঁড় করিয়ে 'বন্ধুত্বপূর্ণ' লড়াইয়ের পথে হাঁটেন কি না। গতকাল, বিজেপি প্রথম দফায় ৭১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল।