গত বুধবার বিহারের মোকামায় জন সুরাজ পার্টির দুলারচাঁদ যাদবকে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার জেডিইউ বিধায়ক তথা প্রার্থী অনন্ত কুমার সিং (Anant Kumar Singh)। শনিবার গভীর রাতে মোকামায় তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির সময় যাতে দলে কর্মী সমর্থকরা কোনও অশান্তি না করে সেই জন্য আগে থেকে এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। অনন্ত ছাড়াও তাঁর দুই সহকারীকেও এদিন গ্রেফতার করা হয়েছে। তিনজনেই পাটনাতে নিয়ে গিয়েছে বিহার পুলিশের সিআইডি আধিকারিকরা। যদিও বিধায়কের বাড়ি থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরজেডি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অনন্ত সিং

এর আগে দুলারচাঁদ যাদবের খুনের ঘটনার নিয়ে নিজেকে নিরপরাধ বলে একাধিকবার দাবি করেছেন অনন্ত সিং। তাঁর অভিযোগ ছিল আরজেডি প্রার্থী বীণা দেবী ও প্রাক্তন সাংসদ সুরাজভান সিং এই ষড়যন্ত্রে সামিল ছিল। কিন্তু অবশেষে তথ্যপ্রমাণের ভিত্তিতে পাটনা পুলিশের সিআইডি বিভাগ অনন্ত সিংকে আটক করেছে। জেডিইউ বিধায়কের গ্রেফতারি নিয়ে পুলিশের প্রশংসা করেছেন জন সুরাজ পার্টির নেতা পীযুষ প্রিয়দর্শী। তাঁর মতে, পুলিশ গোটা বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্ত করলে অভিযুক্ত অবশ্যই শাস্তি পাবে।

দুলারচাঁদ যাদবের খুন

গত বুধবার মোকামায় জেডিইউ ও জন সুরাজ পার্টির ভোটপ্রচার চলছিল। সেই সময়ই দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামনাসামনি হলে খণ্ডযুদ্ধ বাধে। ছোড়া হয় ইট, পাথর। এমনকী গুলিও চলে বেশ কয়েক রাউন্ড। আর তাতেই মৃত্যু হয় একসময়ে আরজেডির দাপুটে নেতা দুলারচাঁদ যাদবের। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অনন্ত সিং।