Jawed Habib (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ অক্টোবর: একের পর এক এফআইআর দায়ের হচ্ছে জাভেদ হাবিবের (Jawed Habib) বিরুদ্ধে। হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে এই পর্যবন্ত মোট ২৩টি এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। জাভেদ হাবিবের পাশাপাশি তাঁর ছেলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে কয়েক কোটি টাকা জালিয়াতিতে।

রিপোর্টে প্রকাশ, পশ্চিম উত্তরপ্রদেশের প্রায় ৪০০ মানুষ জাভেদ হাবিব তাঁর ছেলে এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষেপে রয়েছেন। জাভেদ হাবিবের বিরুদ্ধে যে এফআইআরগুলি দায়ের করা হয়েছে, সেখানে কয়েক কোটি টাকার ঘোটালা চোখে পড়ছে বলে খবর।

আরও পড়ুন: Shilpa Shetty: 'পায়ে বেড়ি' শিল্পা শেট্টির, দেশের বাইরে পা রাখতে পারবেন না নায়িকা, জানাল আদালত

পরপর এফআইআরের পাশাপাশি জাভেদ হাবিবের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছে পুলিশ। ফলিকল গ্লোবাল কোম্পানি নামে একটি সংস্থা খুলে জাভেদ হাবিব এবং তাঁর ছেলে আনাস মানুষের কাছ থেকে টাকা আদায় শুরু করেন। অতি লাভের অঙ্ক দেখিয়ে মানুষকে লোভ দেখান হাবিব এবং তাঁর ছেলে। যে টাকা মানুষ সময় মত ফেরৎ না পেয়ে এবার ক্ষিপ্ত জনতা জাভেদ হাবিবের বিরুদ্ধে এফআইআর দায়ের শুরু করেন।