Shilpa Shetty (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ অক্টোবর: বড় বিপাকে পড়লেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না নায়িকা। বম্বে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, প্রথম শিল্পা ৬০ কোটি টাকা জমা তরুন, তারপর তাঁর বিদেশ ভ্রমণের কথা ভেবেচিন্তে দেখা যাবে।

কলম্বোতে ইউটিউবের (YouTube) একটি অনুষ্ঠানের জন্য শিল্পা শেট্টির সেখানে যাওয়ার কথা ছিল। তবে তা বিগড়ে গিয়েছে আদালতের নির্দেশে। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৬০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিনেত্রী প্রথমে সংশ্লিষ্ট অঙ্কের অর্থ জমা করবেন। ৬০ কোটি টাকা দেওয়ার পরই শিল্পা দেশের বাইরে বেরোতে পারবেন বলে স্পষ্ট জানানো হয়েছে।

আরও পড়ুন: Shilpa Shetty: বড়সড় 'বিপাকে' শিল্পা শেট্টি, প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে বলি নায়িকাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ

৬০ কোটি টাকার জালিয়াতি মামলায় শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ফলে নায়িকা যদি দেশের বাইরে যেতে চান, তাহলে আদালতের নির্দেশ অপরিহার্য। আদালতের নির্দেশ ব্যাতীত শিল্পা শেট্টি বা রাজ কুন্দ্রার দেশের বাইরে পা রাখতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে।

শিল্পা শেট্টির আইনজীবী বুধবার আদালতের দ্বারস্থ হন। যাকেন তিনি জানান, ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শিল্পা শেট্টির কলম্বোয় একটি অনুষ্ঠানে হাজির হওয়ার কথা। ইউটিউবের ওই অনুষ্ঠানে নায়িকার যোগ দেওয়ার কথা। তাই তাঁকে যেন ওই কদিনের জন্য দেশের বাইরে বেরনোর অনুমতি দেওয়া হয়।

শিল্পার আইনজীবীর আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। শিল্পা শেট্টিকে কলম্বো থেকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে, তা দেখান বলে জানানো হয়। যার উত্তরে আইনজীবী জানান, আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ফোন করে শিল্পাকে আমন্ত্রণ জানানো হলে, সেখানে অভিনেত্রী যেতে পারবেন না। দেশের বাইরে যেতে হলে, আদালতের কাছে আমন্ত্রণ পত্র জমা করতে হবে। তবে বিষয়টি খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছে আদালত।

এসবের পাশাপাশি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রাকে প্রথমে ৬০ কোটি টাকা ফেরৎ দিতে হবে। তারপরই ওই তারকা দম্পতি দেশের বাইরে বেরোতে পারবেন বলেও বম্বে হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে।