Shilpa Shetty (Photo Credit: Instagrm)

মুম্বই, ৭ অক্টোবর: বয়ান রেকর্ড করালেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। ৬০ কোটি টাকার জালিয়াতি মামলায় এবার বয়ান রেকর্ড করা হল বলিউড অভিনেত্রীর। মুম্বই পুলিশের ইকোনমিক অফেনসেস উইংসের তরফে শিল্পা শেট্টির বয়ান রেকর্ড করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে শিল্পা শেট্টির বয়ান রেকর্ড করা হয় বলে খবর। বয়ান রেকর্ডের সময় অভিনেত্রী গুরুত্বপূর্ণ সব তথ্য পুলিশকে দিয়েছেন বলে খবর।

এসবের পাশাপাশি পুলিশের হাতে  একাধিক গুরুত্বপূর্ণ নথি নায়িকা তুলে দিয়েছেন বলেও জানা যাচ্ছে। অভিনেত্রী যে সমস্ত নথি পুলিশের হাতে তুলে দিয়েছেন, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে বলে রিপোর্টে প্রকাশ।

যে কোম্পানির নাম করে শিল্পা শেট্টি মুম্বইয়ের ব্য়বসায়ী দীপক কোঠারির কাছ থেকে ৬০ কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছিলন, সেখানে নায়িকার ভূমিকা কতটা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত দীপক কোঠারির কাছ থেকে ব্যবসার নাম করে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা (Raj Kundra) বিপুল অঙ্কের ঋণ নেন। যা নেওয়ার কয়েক মাসের মধ্যে শিল্পা সেই কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন। শুধু তাই নয়, ওই কোম্পানি আগে থেকেই ঋণগ্রস্থ ছিল বলে দীপক কোঠারি জানতে পারেন।

আরও পড়ুন: Raj Kundra-Shilpa Shetty: শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, রাজ কুন্দ্রাকে ৫ ঘণ্টা ধরে প্রশ্নবাণে বিদ্ধ করা হল

পাশাপাশি যে অর্থ ব্যবসায়িক কাজে লাগানো হবে বলে ব্যক্তিগত বন্ডে টাকা ধার করেন শিল্পা, তা তাঁদের নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি।

দীপক কোঠারি নামের ওই ব্যবসায়ীর অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। এরপরই জালিয়াতির অভিযোগে শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে নোটিশ পাঠায় মুম্বই পুলিশ।