Shilpa Shetty, Raj Kundra (Photo Credit: File Photo)

মুম্বই, ১৬ সেপ্টেম্বর: রাজ কুন্দ্রাকে (Raj Kundra) জিজ্ঞাসাবাদ করা হল ৫ ঘণ্টা ধরে। মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে টানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে। ১৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার রাজ কুন্দ্রা হাজির হন মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের দফতরে। আর সেখানেই তাঁকে টানা ৫ ঘণ্টা ধরে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন।

৬০ কোটি টাকার জালিয়াতি (Fraud Case) মামলায় সম্প্রতি রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টিকে নোটিশ পাঠানো হয়। এরপর অভিনেত্রী এবং তাঁর স্বামীর বিরুদ্ধ জারি করা হয় লুকআউট নোটিশও। রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির পরপরই এবার নায়িকার স্বামীকে হাজির হতে হয় ইকোনমকি অফেন্স উইংয়ের অফিসে। আর সেখানেই টানা ৫ ঘণ্টা ধরে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: Raj Kundra-Shilpa Shetty: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ, ৬০ কোটির জালিয়াতি মামলায় জড়াল তারকা দম্পতির নাম

কী নিয়ে অভিযোগ শিল্পা-রাজের বিরুদ্ধে 

দীপক কোঠারি নামের এক ব্যবসায়ী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভ্যোগ করেন। দীপক কোঠারির অভিযোগ, শিল্পা এবং রাজ তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা ঋণ নেন। ওই টাকা তারকা দম্পতি নিজেদের ব্যবসার জন্য খরচ করবেন বলে জানান। তবে ব্যবসায় খরচ না করে রাজ-শিল্পা ওই টাকা ব্যক্তিগত কাজে খরচ করেন।

২০১৬ সালে দীপক কোঠারি শিল্পা-রাজকে ওই টাকা দেন। শিল্পা শেট্টি নিজের ব্যক্তিগত বন্ডে টাকা তোলেন। তবে যে কোম্পানির নাম করে শিল্পা টাকা নিয়েছিলেন দীপক কোঠারির কাছ থেকে, তার ডিরেক্টর পদ থেকে নায়িকা সরে যান কিছুদিনের মধ্যেই।

এরপরই দীপক কোঠারি জানতে পারেন, যে কোম্পানির নাম করে শিল্পা এবং রাজ তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকার ঋণ নেন, তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই কোম্পানির বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা চলছে বলে জানতে পারেন দীপক কোঠারি। এরপরই তিনি পুলিশেরদ্বারস্থ হন এবং মামলা দায়ের করেন শিল্পা শেট্টি এবংরাজ কুন্দ্রার বিরুদ্ধে।