Shilpa Shetty, Raj Kundra (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ সেপ্টেম্বর: ফের বিপাকে শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এবার স্বামী-সহ বিপাকে পড়লেন অভিনেত্রী। শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হল। ৬০ কোটি টাকার জালিয়াতি মামলায় শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয় মুম্বই পুলিশের তরফে।

মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে তারকা দম্পতি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিশ।

দীপক কোঠারি নামে এক ব্যাবসায়ীর অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা নিয়েছেন। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য রাজ-শিল্পা ওই অর্থ ধার করেন দীপক কোঠারির কাছ থেকে। তবে ব্যবসা না বাড়িয়ে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা ওই অর্থ নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন: Shilpa Shetty: হঠাৎ হোঁচট খেলেন শিল্পা শেট্টি, ৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

ওই টাকা নেওয়ার সময় শিল্পা এবং রাজ তাঁর সঙ্গে ডিল করেন। ১২% বার্ষিক সুদ সমতে ওই টাকা ফেরৎ দেবেন। এমন বন্ড তৈরি করা হয় দীপক কোঠারির সঙ্গে রাজ-শিল্পার।

২০১৬ সালে শিল্পা শেট্টি ব্যক্তিগত বন্ডে দীপক  কোঠারিকে গ্যারান্টি দেন অর্থ ফেরতের। তবে যে ডিল শেট্টি-কুন্দ্রা করেন, তার কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট ফার্মের ডিরেক্টর পদ থেকে অভিনেত্রী সরে যান। ইস্তফা দেন বলে অভিযোগ দীপক কোঠারির।

এরপরই দীপক কোঠারি জানতে পারেন, শিল্পা এবং রাজ কুন্দ্রা যে কোম্পানির নাম করে তাঁর কাছ থেকে ব্যক্তিগত বন্ডে টাকা নেন, সেখানকার বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা চলছে।

যদিও শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এমন কোনও ডিলের সঙ্গে তাঁর মক্কেলরা জড়িত নন বলে দাবি করেন ওই আইনজীবী।