মুম্বই, ৩ সেপ্টেম্বর: বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেট্টির (Shilpa Shetty) রেস্তোরাঁ। মুম্বইয়ের বাস্টিয়ান ব্যান্দ্রা (Bastian Bandra) বন্ধ করছেন শিল্পা শেট্টি। টানা ৯ বছর ধরে চলার পর অবশেষে বন্ধ হচ্ছে শিল্পার রেস্তোরাঁ। হোটেলিয়ার রঞ্জিত বিন্দ্রা এবং শিল্পা শেট্টির যৌথ উদ্য়োগে এই বাস্টিয়ান ব্যান্দ্রা চলত। ব্যান্দ্রা পশ্চিমের লিংকিং রোডে রয়েছে এই বাস্টিয়ান। তবে ৯ বছর ধরে চলার পর অবশেষে সেটি বন্ধ হচ্ছে বলে জানান খোদ অভিনেত্রী।
প্রসঙ্গত ২০১৬ সালে প্রথম এই রেস্তোরাঁ খোলা হয়। পরে ২০২৩ সালে বিশাল আকার নেয় এই বাস্টিয়ান ব্যান্দ্রা। ৯ বছর ধরে চলার পর কেন এই রেস্তোরাঁ বন্ধ করা হচ্ছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে গত ৯ বছর ধরে বলিউড তারকাদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছিল এই বাস্টিয়ান। ফলে পাপারাৎজ়ির যাতায়াত সেখানে ছিল অবারিত।
সম্প্রতি শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে ফের জালিয়াতির অভিযোগ ওঠে। ব্যবসায়ী দীপক কোঠারি শিল্পা এবং রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ করেন। যা নিয়ে জোর বিতর্ক শুরু হলে শিল্পা এবং রাজের আইনজীবী প্রশান্ত পাটিল এই ধরনের অভিযোগ নস্যার করেন। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেন অভিনেত্রীর আইনজীবী।
শিল্পা শেট্টির আইনজীবী বলেন, যে অভিযোগ করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো এবং মিথ্যে। এই ধরনের এফআইআরের কোনও কপি তাঁরা হাতে পাননি। যদি এফআইআরের কপি বা প্রতিলিপি হাতে আসে, তাহলে জানতে পারবেন, তাঁর মক্কেলদের সম্পর্ক কী ধরনের মিথ্যে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে দীপক কোঠারির অভিযোগ, ব্যবসার নাম করে ৬০ কোটি টাকা নেন শিল্পা এবং রাজ। তবে তাঁরা ব্যবসা না বাড়িয়ে সেই টাকা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেন।
৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝে এবার হঠাৎ করেই বন্ধ হল শিল্পা শেট্টির জনপ্রিয় রেস্তোরাঁ বাস্টিয়ান।