Christmas 2019: কাশ্মীরে বরফে মোড়া নিয়ন্ত্রণরেখা, তারমধ্যেই বড়দিন উদযাপনে মাতলেন সেনা জওয়ানরা(দেখুন ভিডিও)
নিয়ন্ত্রণরেখায় বড়দিনের মাতলেন জওয়ানরা(Photo Credits: Indian Army)

শ্রীনগর, ২৫ ডিসেম্বর: “জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে।” (Christmas carols - Jingle Bells) যত দূর চোখ যায় পুরু বরফে ঢাকা চরাচর। সাতসকালের প্রভাতী আলো পড়ে যেন সোনার মতো ঝলমল করছে। এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লেগে যায়। তারই মধ্যে কেউ বা লাল পোশাক সাদা দাড়িতে সান্তা সেজে উপহার বিলি করছেন কেউ বা মিষ্টি। সমবেত কণ্ঠে ভেসে আসছে ক্যারল। বুধবার সকালে ভারত পাক সীমান্তে নিয়ন্ত্রণরেখায় (Line of Control in Kashmir) হাড় হিম করা ঠান্ডার মধ্যেই বড়দিন উদযাপনে (celebrating the festival of Christmas) মেতে উঠলেন ভারতীয় সেনা জওয়ানরা (soldiers)। প্রায় ৫০ থেকে ৬০ জন জওয়ানের এই আনন্দ মুখর উৎসব যাপনের ছবি সেনার তরফেই (Indian Army) প্রকাশ্যে এসেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্রিসমাসের টুপি পরে সেজে উঠেছে স্নো ম্যান। একজন সেনা জওয়ান সান্তার পোশাকে সেজে ক্যারলের নেতৃত্ব দিচ্ছেন। বরফে ঢাকা হেলিপ্যাডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জওয়ানরা গাইছেন “জিঙ্গল বেলস জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে।” আরও পড়ুন-Christmas 2019: বড়দিনের উৎসবে মাতোয়ারা গোয়া,মধ্যরাতের প্রার্থনায় গির্জায় ভিড় বিদেশি পর্যটকদের

মঙ্গলবার অর্থাৎ গতকাল কেন্দ্রের তরফে চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয় গতকাল। যিনি এই চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসবেন তাঁর কেরিয়ার গ্রাফে অবশ্যই সেনা বিভগের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ফোর স্টার জেনারেল হওয়াটা জরুরি। সোনা যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর সেনা প্রধানের দায়িত্ব থেকে অবসর নিচ্ছে জেনারেল বিপিন রাওয়াত। তিনিই হবেন প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ।