জম্মু, ১২ জুন: ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে (Jammu & Kashmir)। শনিবার সকালে জম্মু কাশ্মীরের সোপরে জঙ্গি হামলার জেরে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় ২ পুলিশ কর্মী প্রাণ হারান। ২ পুলিশ কর্মীর (Police) পাশাপাশি জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় বাসিন্দাদের ২ জন। এসবের পাশাপাশি সোপরের ওই ঘটনায় আরও ২ পুলিশ কর্মী আহত হন বলে খবর।
সোপরের যে এলাকায় জঙ্গি হামলা (Terrorist Attack) হয়, সেখানকার মানুষকে কীভাবে নিরাপদে রাখা যায়, তার জন্য ঘিরে ফেলা হয়েছে গোটা অঞ্চল। এমনই জানান কাশ্মীরের আইজি বিজয় কুমার।
আরও পড়ুন: Shilpa Shetty: ১২ বছর ধরে সহ্য করেছেন, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিল্পার স্বামী রাজ
#UPDATE | Jammu & Kashmir | Two policemen and two civilians lost their lives in a terrorist attack in Sopore. Two other police personnel are injured. Lashkar-e-Taiba is behind this attack: Kashmir IG Vijay Kumar to ANI
(Visual deferred by unspecified time) pic.twitter.com/rWQIGiTX0a
— ANI (@ANI) June 12, 2021
গোটা অঞ্চল ঘিরে রেখেছে পুলিশ। সোপর টাউনে কীভাবে আচমকা জঙ্গি আক্রমণ হল, তার তথ্য অনুসন্ধন করছে পুলিশ। ওই ঘটনার পরপরই লস্কর-ই-তইবা হামলার দায় স্বীকার করে বলে খবর।