ভারত-পাক সীমান্তের রামগড় ও আর্নিয়া সেক্টরে রাতভর গুলি চালালো পাকিস্তানি সেনা (Pakistani Rangers)। পালটা জবাব দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও । দু'পক্ষের গুলিযুদ্ধে আহত হয়েছেন এক বি এস এফ জওয়ানও। তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী রামগড় কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মিলিটারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
#WATCH | J&K: A BSF official was injured in the cross-border firing in Ramgarh. Visuals from Community Health Centre Ramgarh
As per BSF, Pakistani Rangers resorted to unprovoked firing in the Ramgarh and Arnia sectors, late last night. https://t.co/Uchnox5Dz8 pic.twitter.com/F18oKUw1iR
— ANI (@ANI) November 9, 2023
স্থানীয় এক বাসিন্দার কথায় রাত ২.৩০-৩ টে থেকে গুলি বর্ষণ শুরু হয়েছে। প্রায় ৪-৫ বছর পর রামগড় ও আর্ণিয়া সেক্টরে গুলি চালনার ঘটনা ঘটল।বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১২টার পর রামগড় ও আর্নিয়া সেক্টরে পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি চলতে শুরু করে। বিএসএফ এর পাল্টা জবাব দেয়। এরপরেই শুরু হয় মর্টার শেলের কান ফাটানো শব্দ। এই গোলাগুলি বর্ষণ চলে প্রায় ভোর পর্যন্ত।
#WATCH | Samba, J&K: Pakistani Rangers resort to unprovoked firing in the Ramgarh and Arnia sectors, late last night. More details awaited: BSF pic.twitter.com/5S2ySrUXYB
— ANI (@ANI) November 9, 2023