Cross Firing at indo-pak border Photo Credit: Twitter@ANI

ভারত-পাক সীমান্তের রামগড় ও আর্নিয়া সেক্টরে রাতভর গুলি চালালো পাকিস্তানি সেনা (Pakistani Rangers)।  পালটা জবাব দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও । দু'পক্ষের গুলিযুদ্ধে আহত হয়েছেন এক বি এস এফ জওয়ানও। তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী রামগড় কমিউনিটি  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মিলিটারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দার কথায় রাত ২.৩০-৩ টে থেকে গুলি বর্ষণ শুরু হয়েছে। প্রায় ৪-৫ বছর পর রামগড় ও আর্ণিয়া সেক্টরে গুলি চালনার ঘটনা ঘটল।বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১২টার পর রামগড় ও  আর্নিয়া সেক্টরে পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি চলতে শুরু করে। বিএসএফ এর পাল্টা জবাব দেয়। এরপরেই শুরু হয় মর্টার শেলের কান ফাটানো শব্দ। এই গোলাগুলি বর্ষণ চলে প্রায় ভোর পর্যন্ত।