দিল্লি, ২৮ সেপ্টেম্বর: পাকিস্তানি (Pakistan Terrorist) জঙ্গিকে খতম করল সেনা বাহিনী (Indian Army)৷ মঙ্গলবার জম্মু কাশ্মীরের উরি (Uri) সেক্টরে জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়৷ সেই লড়াইয়ের বাহিনী নিকেশ করে এক পাক জঙ্গিকে৷ পাকিস্তানের এক জঙ্গিকে খতমের পাশাপাশি আর একজনকে জ্যান্ত পাকড়াও করা হয় ভারতীয় সেনা বাহিনীর তরফে৷
ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাহিনী৷ ধৃত পাক জঙ্গির কাছ থেকে কোনও তথ্য প্রকাশ্যে এসেছে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত৷ পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও শুরু হয়েছে জোর তল্লাশি৷
A #Pakistan terrorist was killed and another captured by the army on Tuesday along the #Uri sector of the Line of Control (LoC) in #JammuandKashmir, according to defence sources.
Photo: IANS (File) pic.twitter.com/T3xBLjgkxi
— IANS Tweets (@ians_india) September 28, 2021
গত ১৫ সেপ্টেম্বর দিল্লি (Delhi) থেকে পাকড়াও করা হয় বেশ কয়েকজন সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে৷ দিল্লি এবং উত্তরপ্রদেশ (UP) লাগোয়া অঞ্চল থেকে উৎসবের মরশুমে ওই জঙ্গিদের পাকড়াও করে দিল্লি পুলিশের (Police) স্পেশাল সেল৷
আরও পড়ুন: Pakistan: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিসারের হাতেই প্রশিক্ষণ, জেরায় জানাল দিল্লি থেকে ধৃত জঙ্গিরা
১৫ সেপ্টেম্বর দিল্লি থেকে যে ৬ জঙ্গিকে পাকড়াও করা হয়, লেফটেন্যান্ট পদের গাজি নামের এক অফিসার তাদের প্রশিক্ষণ দেয় বলে জেরায় উঠে আসে। শুধু তাই নয়, কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ভাইয়ের কড়া নজরদারিতে গাজি ওই জঙ্গিদের প্রশিক্ষিত করত বলে খবর। একাধিক জঙ্গিকে প্রশিক্ষণ দিতে জব্বর এবং হামজা নামেও গাজি বিভিন্ন সময় হাজির হত বলে খবর।