
দিল্লি, ১৩ মে: মঙ্গলবার পরপর ৩ জঙ্গিকে খতম করল সেনা (Indian Army)। দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) সোপিয়ান জেলায় লস্কর-ই-তইবার ৩ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সুকরো জঙ্গলে (Keller) অভিযান চালায় বাহিনী। এরপর সেখানেই ৩ লস্কর জঙ্গিকে খতম করা হয়।
দক্ষিণ কাশ্মীরে পহেলগামে (Pahalgam Terror Attack) হামলাকারীরা লুকিয়ে রয়েছে। এমন খবর মেলে গোয়েন্দা সূত্রে। এরপর থেকেই দক্ষিণ কাশ্মীর জুড়ে সেনা বাহিনী দাপিয়ে বেড়াতে শুরু করেছে। সোপিয়ানের বিভিন্ন জঙ্গলে, পাহাড়ের খাঁজে সেনা বাহিনীর বন্দুক তাক করা। ফলে জঙ্গিদের যে কোনওভাবেই রেয়াত করা হবে না, তা ফের বুঝিয়ে দিল সেনা বাহিনী। যে ৩ লস্কর জঙ্গি নিহত, তারা হল শাহিদ কুট্টে এবং আদনান সফি দার। তৃতীয় জঙ্গির নাম এখনও জানা যায়নি। ফলে তৃতীয় জঙ্গির নাম, পরিচয় খুজছে সেনা।
দেখুন সেনা বাহিনীর অভিযানের সেই ভিডিয়ো...
#WATCH | J&K: Three Lashkar-e-Taiba (LeT) terrorists have been killed in an encounter with security forces in Shukroo forest area of Keller in South Kashmir’s Shopian district
Two of the three killed terrorists have been identified as Shahid Kuttay and Adnan Shafi Dar and were… pic.twitter.com/Xwd7EVvSA8
— ANI (@ANI) May 13, 2025
পহলেগামে হামলার পর থেকে জম্মু কাশ্মীর জুড়ে অভিযান শুরু করেছে সেনা বাহিনী। পহেলগামের হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে জোর কদমে। তার মাঝেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে অপারেশন সিদূঁর সংগঠিত করে বাহিনী। যার জেরে লস্কর-ই-তইবা থেকে জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের ১০০-র বেশি জঙ্গি নিহত হয়। ভারতে হামলা চললে, কাউকে যে রেয়াত করা হবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি অপারেশন সিদূঁর স্থগিত করা হয়েছে মাত্র। এরপর কোনওভাবে কেউ হামলার চেষ্টা করলে, ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে। সন্ত্রাসবাদ কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সেনা বাহিনীর ডিজিএমওদের তরফে।