অপারেশন সিদূঁরের (Operation Sindoor) হিরোদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী পাঞ্জাবের জলন্ধরের আদমপুর এয়ারবেস (Adampur Air Base) বা বায়ুসেনা ঘাঁটিতে হাজির হন। সেখানে বায়ুসেনার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের মনের জোর বাড়ান। প্রধানমন্ত্রীকে দেখে হাসি মুখে তাঁর কাছে এগিয়ে যান সেনা কর্মীরা। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে একের পর এক ছবি তুলতে দেখা যায় দেশের হিরোদের। বীর, সাহসী সেনাদের মনের জোর যাতে আরএও বাড়ে, সেই চেষ্টাই আজ করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত সোমবার রাতে যখন জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেই সময় তিনি বীর জওয়ানদের স্যালুট করছেন বলে জানান। অপারেশন সিদূঁর যেভাবে সম্পন্ন করেছেন এই বীর জওয়ানরা, তার ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গোটা দেশের মানুষের হয়ে তিনি ভারতীয় সেনাকে স্যালুট করছেন বলেও জানান। সোমাবারের ভাষণের পর মঙ্গলবার সকালেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে হাজির হন প্রধানমন্ত্রী।
দেশের বীরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী...
Today early morning, PM Modi went to the Adampur Air Base. He was briefed by Air Force personnel and he also interacted with the brave Jawans. pic.twitter.com/eXiYerYFuC
— ANI (@ANI) May 13, 2025
বীরদের সঙ্গে ছবি তুললেন, সময় কাটালেন প্রধানমন্ত্রী...
PM Narendra Modi tweets, "Earlier this morning, I went to Air Force Station Adampur and met our brave air warriors and soldiers. It was a very special experience to be with those who epitomise courage, determination and fearlessness. India is eternally grateful to our armed… pic.twitter.com/12bg11StSN
— ANI (@ANI) May 13, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)