প্রথম দফার পর এবার দ্বিতীয় দফাতেও ৫০ শতাংশের বেশি ভোট পড়ল জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ছ’টি জেলার ২৬টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এরপর রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁরা জানায় রাত ১১.৪৫ মিনিট অবধি হিসাবে দ্বিতীয় দফাতে মোট ভোট পড়েছে ৫৭.০৩ শতাংশ। যদিও প্রথম দফার চেয়ে তা কম।দ্বিতীয় দফায় যে ছয়টি জেলায় ভোট হয়েছে তা হল বুদগাম, গান্দেরবাল, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি এবং শ্রীনগর।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শ্রী মাতা বৈষ্ণো দেবী আসনে সর্বোচ্চ ৮০.৭৪ শতাংশ ভোটের রেকর্ড হয়েছে, তারপরে সুরানকোটে ৭৪.৯৫ শতাংশ এবং পুঞ্চ হাভেলিতে ৭৪.৬৬ শতাংশ ভোট নথিভুক্ত হয়েছে। জেলার মধ্যে রিয়াসি ৭৪.৭০ শতাংশে শীর্ষে রয়েছে এবং পুঞ্চ জেলা ৭৩.৮০ শতাংশে দ্বিতীয় স্থানে রয়েছে।জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে ২৭.৩১ শতাংশ।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘‘কাশ্মীরে গণতন্ত্রের উৎসব চলছে। তৈরি হচ্ছে ইতিহাস। এমন জায়গায় ভোট হচ্ছে, যেখানে আগে কখনও ভোট দেননি মানুষ। প্রতিটি কেন্দ্রে ১০০ শতাংশ সিসি ক্যামেরার নজরদারির ব্যবস্থা রয়েছে। বুথের বাইরে লম্বা লাইন পড়ছে। ভোট দিতে উৎসাহী মানুষ ভিড় করছেন। গণতন্ত্র এ ভাবেই জিতে যাচ্ছে।’’তৃতীয় ও চূড়ান্ত পর্বে ৪০টি আসনে ভোট হবে ১লা অক্টোবর, আর ভোট গণনা হবে ৮ই অক্টোবর।