PM Modi and Jagdeep Dhankhar (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ২২ জুলাইঃ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন  (Parliament Monsoon Session)। আর রাতেই আচমকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন ধনখড়। মঙ্গলবার রাষ্ট্রপতি গ্রহণ করেছেন উপরাষ্ট্রপতির ইস্তফা পত্র। হঠাৎ করেই উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাভাবিক বলে মনে করছেন না বিরোধীরা।

আচমকা ইস্তফা

রাষ্ট্রপতিকে দেওয়া ইস্তফা পত্রে ধনখড় উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর এক্স হ্যান্ডেল থেকে জগদীপ ধনখড়ের সুস্থতা কামনা করেছেন। লিখেছেন, 'উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে দেশের সেবা করেছেন জগদীপ ধনখড়। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি'। যদিও তাঁর এই অসুস্থতার তত্ত্ব মানতে নারাজ বিরোধীরা। উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের হঠাৎ ইস্তফা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতারা। যদিও কেন্দ্রের তরফে এখনও কোন জবাব আসেনি।

ইস্তফা দিতেই জগদীপ ধনখড়ের সুস্থতা কামনা করলেন মোদী

এদিকে জানা যাচ্ছে, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে জগদীপ ধনখড়কে সরাতে চেয়েছিলেন বিরোধীরা। তাঁর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অনাস্থা প্রস্তাবও এনেছিলেন তাঁরা। কিন্তু সোমবার রাতে আচমকাই ধনখড় ইস্তফা দেন।