শ্রীনগর, ১৫ জুন: কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজার (Bank Maneger) বিজয় কুমার (Bijoy Kumar) খুনে জড়িত জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। গত রাতে শোপিয়ানে বাহিনীর এনকাউন্টারে (Shopian Encounter) খতম হয় দুই লস্কর-ই-তইবা জঙ্গি। তাদের মধ্য়ে একজনের নাম জান মহম্মদ লোন (Jan Mohd Lone)। কাশ্মীর পুলিশ জানিয়েছে, অন্যান্য সন্ত্রাসবাদী কার্যকলাপের পাশাপাশি সে কুলগাম জেলায় ২ জুন ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের হত্যার সঙ্গে জড়িত ছিল। খতম হওয়া দ্বিতীয় জঙ্গির নাম তুফায়েল গণাই। এনকাউন্টার সাইট থেকে রাইফেল, পিস্তল সহ অপরাধমূলক উপকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা বিজয় কুমার কাশ্মীরের কুলগামে একটি ব্যাঙ্কে চাকরি করতেন। ২ জুন ব্যাঙ্কের মধ্যে ঢুকে তাঁকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গত বছর থেকে অভিবাসী শ্রমিক ও স্থানীয় সংখ্যালঘুদের টার্গেট করা শুরু করেছে জঙ্গিরা। আরও পড়ুন: Monkeypox: কোভিড আতঙ্কের মাঝে গোটা বিশ্বে মাঙ্কিপক্সের দাপট, বিশেষ পদক্ষেপ হু-এর
#UPDATE | 2nd killed terrorist has been identified as Tufail Ganai. Incriminating materials, arms & ammunition including 1 AK 47 rifle and a pistol were recovered from the site of the encounter: J&K Police
— ANI (@ANI) June 15, 2022
গত মাসে বুদগামে ম্যাজিস্ট্রেট অফিসের ভিতরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। আর তারপরই নিরাপদ এলাকায় চাকরি স্থানান্তরিত করার দাবিতে বিক্ষোভ দেখান কাশ্মীরি পণ্ডিতরা।