
নয়াদিল্লিঃ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে(Tractor) ধাক্কা মারল গাড়ি(Car)। মৃত ৬। আহত ১। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে, রাজস্থানের(Rajasthan) সিরোহির আবু রোড সদর থানাত অন্তর্গত কিভারলি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৪ জন যাত্রীর। পরে হাসপাতালে মারা যান আরও ২ জন। গুরুতর আহত হন ১ জন।
ভোররাতে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ৬, আহত ১
মাউন্ট আবু পুলিশের সিও গোমারাম বলেন, "ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ। একটি গাড়িতে ৭ জন ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়িতে থাকা ৪ যাত্রীর। বাকি ৩ জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আহতদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। বর্তমানে আহতদের মধ্যে ১ জন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।" উল্লেখ্য, নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা গাড়ির, মৃত ৬, আহত ১
VIDEO | Rajasthan: Six people lost their lives and one was injured after a car rammed into a tractor trailer near Kivarli in Abu Road Sadar police station area, Sirohi, earlier today.
Gomaram, CO Mount Abu, says, “... The incident happened early this morning at around 3 am.… pic.twitter.com/u8EehAboF6
— Press Trust of India (@PTI_News) March 6, 2025