এম ভি পদ্মা

দিল্লি, ১৯ জুন: করোনার ভাইরাসের তৃতীয়(Corona Third Wave) ঢেউ 'অনিবার্য'। মহামারীর নির্দিষ্ট নিয়ম মেনেই হানা দেবে কোভিডের তৃতীয় ঢেউ। আগে থেকেই এ বিষয়ে সতর্কতা জারি করা হয়। তৃতীয় ঢেউ নিয়ে অনেক আগে থেকে সতর্কতা জারি করা থাকলেও, সে বিষয়ে কেউ গুরুত্ব দেননি। সরকারকে সব সময় দোষারোপ করলে তো হবে না, সচেতন থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব। করোনার তৃতীয় ঢেউ যাতে প্রভাব ফেলতে না পারে, তার জন্য প্রত্যেক মানুষকে সতর্ক থাকতে হবে। এবার এভাবেই মত প্রকাশ করলেন এইমসের (AIIMS) স্নায়ুরোগ প্রধান চিকিৎসক এম ভি পদ্মা।

করোনার তৃতীয় ঢেউকে রুখতে প্রত্যেকটি মানুষকে সচেতন থাকতে হবে বলে মত প্রকাশ করেন এইমসের এই চিকিৎসক।

আরও পড়ুন: COVID-19 Vaccine: কোভিশিল্ড, কোভ্যাক্সিন, ৫ মিনিটে পরপর ২টি টিকা, চিকিৎসকদের নজরদারিতে বিহারের মহিলা

প্রসঙ্গত আগামী ৬-৮ সপ্তাহের মধ্যে গোটা দেশে করোনার (Corona) তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। এইমসের ডিরেক্টরের ওই মন্তব্য ঘিরে কার্যত তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে।