শনিবার ২ সেপ্টেম্বর ১১.৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের ( Andhra Pradesh) শ্রীহরিকোটা মহাকাশ বন্দর (Sriharikota spaceport) থেকে ভারতের প্রথম সূর্য মিশন (India's first solar mission) (আদিত্য-এলওয়ান মিশন) (Aditya-L1 Mission)-এর সূচনা হওয়ার কথা।
তার আগে শুক্রবার তিরুপতি জেলার (Tirupati district) চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে (Chengalamma Parameshwari Temple) গিয়ে এই মিশনের সাফল্য কামনা করে পুজো দিলেন (offered prayers ) ইসরোর প্রধান এস সোমনাথ (ISRO chief S Somanath) ও অন্যান্য বিজ্ঞানীরা। আরও পড়ুন: Delhi : ৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ দিল্লিতে, দায়ের অভিযোগ
দেখুন ভিডিয়ো:
#WATCH | Andhra Pradesh: ISRO chief S Somanath offered prayers at Chengalamma Parameshwari Temple in Tirupati district, ahead of the launch of Aditya-L1 Mission
India's first solar mission (Aditya-L1 Mission) is scheduled to be launched on September 2 at 11.50am from the… pic.twitter.com/cKjg4NUHKe
— ANI (@ANI) September 1, 2023
#WATCH | ISRO chief S Somanath says "Today the countdown of Aditya L1 is starting and it will launch tomorrow around 11.50 am. Aditya L1 satellite is for studying our Sun. It will take another 125 days to reach the L1 point. This is a very important launch. We have not yet… pic.twitter.com/zdZn0g8LI0
— ANI (@ANI) September 1, 2023