Photo Credits: ANI

শনিবার ২ সেপ্টেম্বর ১১.৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের ( Andhra Pradesh) শ্রীহরিকোটা মহাকাশ বন্দর (Sriharikota spaceport) থেকে ভারতের প্রথম সূর্য মিশন (India's first solar mission) (আদিত্য-এলওয়ান মিশন) (Aditya-L1 Mission)-এর সূচনা হওয়ার কথা।

তার আগে শুক্রবার তিরুপতি জেলার (Tirupati district) চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে (Chengalamma Parameshwari Temple) গিয়ে এই মিশনের সাফল্য কামনা করে পুজো দিলেন (offered prayers ) ইসরোর প্রধান এস সোমনাথ (ISRO chief S Somanath) ও অন্যান্য বিজ্ঞানীরা। আরও পড়ুন: Delhi : ৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ দিল্লিতে, দায়ের অভিযোগ

দেখুন ভিডিয়ো: