Employee steals employer's motorcycle (Photo: IANS)

নতুন দিল্লি, ৯ এপ্রিল: বকেয়া পরিশোধ না করায় নিয়োগকর্তার মোটরসাইকেল (Motorcycle) চুরি করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) নিহাল বিহারে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম অনুপ সিং। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল ফেরানোর পরিবর্তে ২০ হাজার টাকা দাবি করেন অনুপ। দিল্লির পুলিশের আধিকারিক সমীর শর্মা বলেন, ১ এপ্রিল মুন্ডকা থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ আসে। অভিযোগকারী বীরেন্দ্র পুলিশকে জানান যে অনুপ সিং নামে এক যুবক তাঁর কাছে আগে কাজ করতেন। সেই অনুপ মোটরসাইকেল চুরির কথা জানিয়ে ফোন করেন। তিনি ২০ হাজার টাকা দাবি করেন।

অভিযোগের তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে দিল্লির নিহাল বিহার থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত জানিয়েছে যে তিনি অভিযোগকারী বীরেন্দরের সঙ্গে কাজ করেছেন। কিন্তু বীরেন্দর বকেয়া বকেয়া পরিশোধ করেননি, পরে বকেয়া দিতে পারবেন না বলেও জানিয়ে দেন। তাই শিক্ষা দিতেই বাইক চুরি করেন অনুপ। আরও পড়ুন: Karnataka: কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ ৬৪ জনকে খুনের হুমকি, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে যে তারা চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ঘটনার আরও তদন্ত চলছে।