Raksha Bandhan 2022: রাখি পূর্ণিমার সকালে ভাইকে  কী উপহার দেবেন রইল তার এক ঝলক!

রাখি বন্ধন উৎসব। ভাই-বোনের সম্পর্ককে এক সুতোয় গাঁথার উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাখি পূর্ণিমা। শুধু বহু যুগ ধরে নয়, পুরাণেও রাখি বন্ধনের মাধ্যমে ভাই-বোনের সম্পর্কের উদযাপন হয় এই দিনে। রাখি বন্ধন উৎসবে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার সঙ্গে ভাই-বোন একে অপরকে উপহারও দিয়ে থাকেন। আপনিও আপনার ভাইকে কী উপহার দেবেন তার এক ঝলক দেখে নিতে পারেন।

১. যদি আপনার ভাই পড়াশোনা করে কিংবা লেখালেখি করতে ভালোবাসে, তাহলে তার জন্য পেনের থেকে ভালো উপহার আর কিছু হবে না।  দামও বিশেষ নয়। আবার উপহারও মন ভরিয়ে দেবে।

২. যদি আপনার ভাই বই পড়তে ভালোবাসে, তাহলে তাঁর পছন্দের লেখকের বই উপহার দিতে পারেন। কথায় আছে বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু হয় না। তাই রাখি বন্ধনের মতো উৎসবে আপনি আপনার ভাইকে এক ভালো বন্ধু উপহার দিলেন।

৩. শৌখিন ভাইকে উপহার হিসেবে পারফিউম দিতে পারেন।অথবা কোনো ভালো কোম্পানীর ডিওড্রেন্ট দিতেও পারেন।

৪. রাখী পূর্ণিমা আর পুজোর মধ্যে বেশিদিন বাকি নেই। তাই তার আগে রাখিতে ভাইকে পছন্দের পোশাক উপহার দিতে পারেন। পুজোর আগে নতুন জামা উপহার পেতে কার না ভালো লাগবে।

৫. আপনার ভাই কি অনেকদিন ধরেই একটা নতুন ব্লু টুথ হেডফোন কেনার কথা বলছিলেন? তাহলে এই সুযোগে ভাইকে ব্লু টুথ হেডফোন উপহার দিন।