ইন্টারনেট অভিশাপ নাকি আশীর্বাদ সেই প্রশ্নের উত্তরের হদিশ না মিললেও আমাদের দৈনন্দিন জীবন ইন্টারনেট ছাড়া অসম্পূর্ণ, সে কথা বলাই বাহুল্য। ইন্টারনেটে আমরা এতটাই আসক্ত সে, এক মুহূর্ত এটি ছাড়া আমাদের চলে না। তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের জুরি নেই। বিভিন্ন সার্চ ইঞ্জিনের (Google Search Engine) সাহায্যে আমরা প্রতি নিয়ত কিছু না কিছু সার্চ করে থাকি। কিছু তথ্যের সন্ধান যেমন আমাদের সার্বিক সমৃদ্ধ ঘটায়, আবার তেমনই কিছু বিষয় সন্ধানের ফলে বিপদ ঘনাতে পারে। ইন্টারনেটে কী খোঁজা হচ্ছে সেই বিষয়ে সরকারের তরফে নজরদারিও চালানো হয়। সেখানে বেগতিক কিছু খুঁজতে দেখলেই হতে পারে বিপদ।
কোন কোন জিনিস খুঁজবেন না ইন্টারনেটে? (Never Search on These Things on Internet)
১) কীভাবে বোমা তৈরি করতে হয়?
বোমা তৈরি সংক্রান্ত কোন কিছু ইন্টারনেটে খুঁজবেন না। নিরাপত্তা সংস্থার নজরে চলে এলে নির্দিষ্ট ব্যক্তিকে জঙ্গি তালিকায় ফেলে দেওয়া হবে।
২) শিশুদের নিয়ে তৈরি অশ্লীল সিনেমা
শিশুদের নিয়ে তৈরি অশ্লীল সিনেমা সারা বিশ্বেই নিষিদ্ধ। এমন এক স্পর্শকাতর বিষয় কাউকে ইন্টারনেটে সার্চ করতে দেখলে নির্দিষ্ট ব্যক্তির হাতে হাতকড়া উঠতে পারে।
৩) অপরাধ সংক্রান্ত বিষয়ের খোঁজ
খুনের পরিকল্পনা কিংবা খুনের মাধ্যম সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে কেউ যদি ইন্টারনেটে খোঁজাখুঁজি করেন তাহলে নিরাপত্তা সংস্থাগুলো তাঁকে অপরাধ করার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করতে পারে। সাবধান।
৪) গর্ভপান সংক্রান্ত বিষয়
ভারতে গর্ভপাত বেআইনি। আর সেই কারণে গর্ভপাত সংক্রান্ত কোন বিষয়ে ইন্টারনেটে সার্চ করাও কড়া ভাবে নিষিদ্ধ।
কৌতূহলের বশবর্তী হয়ে কখনওই এই সমস্ত জিনিস ইন্টারনেটে সার্চ করবেন না।