(Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: ভারতের ডিজিটাল পেমেন্ট ইন্টারফেস (India’s digital payment interface) ইউপিআই (UPI) তৈরি করল নয়া মাইলস্টোন (milestone)। শুধুমাত্র ২০২২ সালের ডিসেম্বর মাসেই ৭ কোটি ৮২ লক্ষ বার লেনদেন করল মোট ১২.৮২ ট্রিলিয়ন ডলারের। যা  সারা বিশ্বে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

সোমবার সন্ধ্যায় প্রসার ভারতী নিউজ সার্ভিসেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম (Prasar Bharati News Services & Digital Platform)-এর ভেরিফায়েড টুইটার পেজ থেকে এই খবরটি জানিয়ে একটি টুইট করা হয়।

এর পাশাপাশি ওই পেজ থেকে দাবি করা হয়, ভারতের  জি-২০ প্রেসিডেন্সির সময়কালে ডিজিটাল ট্রান্সফর্মেশনই আলোচনার অন্যতম প্রধান বিষয়বস্তু হবে।