আধার-প্যান কার্ড (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লি: ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে আধার কার্ডের (Aadhaar card) সঙ্গে প্যান কার্ডের (Pan card) সংযুক্তি ( Linked) না করলে বাতিল (Inoperative) হয়ে যাবে প্যান কার্ড। শনিবার একথা পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হল আয়কর দপ্তরের (income tax department) পক্ষ থেকে।

এপ্রসঙ্গে শনিবার আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। কেউ যদি তা না করেন তাহলে ২০২৩ সালের পয়লা এপ্রিল থেকে তাঁর প্যান কার্ডটি বাতিল বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

শনিবার আয়কর দপ্তরের পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়, ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী ব্যতিক্রম ঘটনা ছাড়া প্রতিটি প্যান কার্ড হোল্ডারদের আধারের সঙ্গে তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্টটি সংযুক্তিকরণ করতে হবে। না হলে ২০২৩ সালের পয়লা এপ্রিল থেকে তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এটি বাধ্যতামূলকের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয়ও। তাই আর দেরি না করে আজই আধারের সঙ্গে প্যানের সংযুক্তিকরণ করুন।

তবে ২০১৭ সালের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, যাঁরা অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দা তাঁরা ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী বাসিন্দা নন তাঁদের সংযুক্তি করতে হবে না। করতে হবে না যাদের বয়স আশি বা তার বেশি ও যাঁরা ভারতের নাগরিক নন।

যাঁরা এই সংযুক্তকরণ করবেন না তাঁরা ২০২৩ সালের পয়লা এপ্রিলের পর থেকে নিষ্ক্রিয় প্যানের সাহায্যে আইটি রিটার্ন ফাইল করতে পারবেন না। করা যাবে না বকেয়া রিটার্ন জমাও।