
আসন্ন হোলি উৎসব উপলক্ষে পূর্ব রেল হাওড়া, শিয়ালদা ও কলকাতা থেকে বিভিন্ন দিকে মোট ৭ জোড়া স্পেশাল ট্রেনে চালাবে। হাওড়া-Raxaul, শিয়ালদা-গোরাখপুর, কলকাতা-পাটনা, কলকাতা-জয়নগর, হাওড়া-Khatipura, হাওড়া-নিউ জলপাইগুড়ি প্রভৃতি রুটে এই হোলি স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। 03043 হাওড়া-Raxaul হোলি স্পেশাল হাওড়া থেকে আগামী ৮ মার্চ, 03045 হাওড়া-Raxaul হোলি স্পেশাল হাওড়া থেকে আগামী ১০ ও ১৩ মার্চ ছাড়বে। ফিরতি পথে 03044 Raxaul-হাওড়া হোলি স্পেশাল আগামী ৯মার্চ Raxaul থেকে ও 03046 Raxaul-হাওড়া হোলি স্পেশাল Raxaul থেকে আগামী ১১ ও ১৪ মার্চ ছাড়বে। 03132 শিয়ালদা - Gorakhpur হোলি স্পেশাল শিয়ালদা থেকে আগামী ৮ , ১০, ১৩ মার্চ শিয়ালদা থেকে এবং ফিরতি পথে 03133 Gorakhpur - শিয়ালদা হোলি স্পেশাল আগামী ৯, ১১, ১৪ ই মার্চ Gorakhpur থেকে ছাড়বে।03135 কলকাতা - পাটনা হোলি স্পেশাল আগামী ১১ মার্চ কলকাতা থেকে ফিরতি পথে আগামী ১২ মার্চ 03136 পাটনা-কলকাতা হোলি স্পেশাল পাটনা থেকে ছাড়বে।
03187কলকাতা - জয়নগর হোলি স্পেশাল আগামী ৭ মার্চ কলকাতা থেকে ও ফিরতি পথে আগামী ৮ ই মার্চ 03188জয়নগর - কলকাতা হোলি স্পেশাল জয়নগর থেকে ছাড়বে। 03007হাওড়া - Khatipura হোলি স্পেশাল আগামী ৯ ও ১৬ ই মার্চ হাওড়া থেকে ফিরতি পথে 03008 Khatipura - হাওড়া হোলি স্পেশাল আগামী ১১ ও ১৮ মার্চ Khatipura থেকে ছাড়বে। 03027 হাওড়া - নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল আগামী ১২ ও ১৯ মার্চ হাওড়া থেকে ও ফিরতি পথে 03028 নিউ জলপাইগুড়ি - হাওড়া হোলি স্পেশাল আগামী ১৩ ও ২০ মার্চ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে বলে রেল সূত্রের খবর।