Indian Railway (Photo Credit: X@airnews_kolkata)

দিওয়ালি (Diwali 2025) ও ছট পুজো (Chhath) উপলক্ষ্যে যাত্রীদের চাহিদা মেটাতে পূর্ব রেল ৫ টি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া - রাক্সৌল (Raxaul), কলকাতা - গোরখপুর (Gorakhpur), কলকাতা - মধুবনী (Madhubani), আসানসোল - গোরখপুর এবং (Fatwa) এর মধ্যে ৫ টি স্পেশাল ট্রেন চালানো হবে। 03045 হাওড়া -রাক্সৌল অসংরক্ষিত স্পেশাল আজ ও আগামী ২৩ অক্টোবর হাওড়া থেকে রাত ১১ টা ১০ মিনিটে এবং 03046 রাক্সৌল - হাওড়া অসংরক্ষিত স্পেশাল আগামী ১৮ ও ২৪ অক্টোবর রাক্সৌল থেকে বিকেল ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে। 03133 কলকাতা - গোরখপুর অসংরক্ষিত স্পেশাল আগামী ২৪ অক্টোবর রাত ১১ টা ৫৫ মিনিটে এবং 03134 গোরখপুর- কলকাতা অসংরক্ষিত স্পেশাল আগামী ২৫ অক্টোবর গোরখপুর থেকে রাত ৯ টায় ছাড়বে। 03185 কলকাতা - মধুবনী অসংরক্ষিত স্পেশাল আগামী ১৮ ও ২৫ অক্টোবর রাত ১১ টা ৫৫ মিনিটে কলকাতা থেকে এবং 03186 মধুবনী - কলকাতা অসংরক্ষিত স্পেশাল আগামী ১৯ ও ২৬ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় মধুবনী থেকে ছাড়বে। 03529 আসানসোল - গোরখপুর অসংরক্ষিত স্পেশাল আগামী ২২ ও ২৪ অক্টোবর আসানসোল থেকে রাত সাড়ে ১০ টায়, এবং 03530 গোরখপুর - আসানসোল আগামী ২৩ ও ২৫ অক্টোবর দুপুর ১ টা ৪৫ মিনিটে গোরখপুর (Gorakhpur) থেকে ছাড়বে। 03003 বর্ধমান -ফাতোয়া মেমু (Fatwa MEMU) এক্সপ্রেস স্পেশাল আগামী ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৫ টি ট্রিপের জন্য সকাল ১০টা ৪৫ মিনিটে বর্ধমান এবং 03004 ফাতোয়া - বর্ধমান MEMU এক্সপ্রেস স্পেশাল আগামী ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৫ টি ট্রিপের জন্য ফাতোয়া থেকে রাত ১১ টায় ছাড়বে বলে পূর্ব রেল সূত্রের খবর।