নয়াদিল্লি: জন্ম (Birth) ও মৃত্যুর (death) রেজিস্ট্রেশনের (registrations) সময় লাগবে না আর আধার কার্ড (Aadhaar card)। বুধবার দেশের মানুষকে স্বস্তি দেওয়া এই খবরই পাওয়া গেল কেন্দ্রীয় সরকার (Central Government) সূত্রে। এতদিন ভারতে (India) জন্ম ও মৃত্যুর নিবন্ধীকরণের জন্য আধার কার্ড লাগত।
কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের রেজিস্ট্রার জেনারেলকে (Registrar General of India) আধার যাচাই (Aadhar Authentication) করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেল বুধবার। এর ফলে এবার থেকে জন্ম ও মৃত্যুর আবেদনকারীর ইচ্ছার উপর নির্ভর করবে তিনি আধার কার্ড দেখাবেন কিনা।
আগে কেন্দ্রের নির্দেশ ছিল আধার কার্ড ছাড়া জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র জারি করা হবে না। কিন্তু, মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রের একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক রেজিস্ট্রার জেনারেল অফিসকে জন্ম ও মৃত্যুর নিবন্ধীকরণের সময় সমস্ত তথ্য যাচাই করতে আধার ডাটাবেস। তাই আগের মতো আর এই সংক্রান্ত কাজের সময় আধার কার্ড বাধ্যতামূলক দেখাতে লাগবে না। আরও পড়ুন: Tripura Shocker: রথে বিদ্যুতের তার লাগার জের, ত্রিপুরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কমপক্ষে ৭
Centre has allowed the Office of Registrar General of India to use #Aadhaar authentication for birth and death registrations. https://t.co/EyMDssouxt
— Mint (@livemint) June 28, 2023