নয়াদিল্লি: এই বছরের ৯ অক্টোবর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহের (direct tax collection) পরিমাণ গত বছরের এই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২১.৭৮ শতাংশ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন সিবিডিটি-এর চেয়ারম্যান নীতিন গুপ্তা (CBDT Chairman Nitin Gupta)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আজকে আমরা একটা হিসাব করে দেখেছি যে অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত কর সংগ্রহের পরিমাণ গত বছরের তুলনায় ২১.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটা খুবই শক্তিশালী একটা বৃদ্ধি (robust growth)। যদি আমাদের বৃদ্ধি এই গতিতেই হয় তাহলে খুব সহজেই আমরা ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট (budget(FY23-24) অনুযায়ী আমাদের লক্ষ্যমাত্রা ১৮.২৩ লক্ষ কোটি টাকা বা তার বেশি কর সংগ্রহ করতে সমর্থ (achieve or exceed) হব।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: On direct tax collection, CBDT Chairman Nitin Gupta says, "We have prepared a figure today which is for tax collection up to October 9, according to that we are growing at 21.78% as compared to last year. It's a robust growth. If we grow at this level then we can… pic.twitter.com/XS7mOszDba
— ANI (@ANI) October 10, 2023
আয়কর জমা (tax filing) ও আইআরটি রিফান্ড (ITR refund) নিয়ে নীতিন গুপ্তা বলেন, "এখন পর্যন্ত আমরা ১.৫০ লক্ষ কোটি টাকা রিফান্ড দিয়েছে। আর এই বছরে এই রিফান্ডের পরিমাণ ৩ কোটির বেশি হবে। জুলাইয়ের ৩১ তারিখ আমরা জানতে পারি যে মোটামুটি ৫৩ লক্ষ নতুন আয়করদাতা (taxpayers) বেড়েছেন। মানে গতবারের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কর সংগ্রহের পরিধি আরও গভীরে যাচ্ছে। আমরা আয়করদাতাদের রিফান্ড তাড়াতাড়ি দেওয়ার জন্য প্রযুক্তির (technology) ব্যবহার করছি।" আরও পড়ুন
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: On ITR refund, CBDT Chairman Nitin Gupta says, "We have issued refund worth Rs 1.50 lakh crore so far. More than 3 crores of refund count we have given this year." pic.twitter.com/twKwmHMuei
— ANI (@ANI) October 10, 2023
#WATCH | Delhi: On tax filing and ITR refund, CBDT Chairman Nitin Gupta says, "On July 31, we have informed that around 53 lakh new taxpayers have joined, which is a 16% growth...Tax collection will get wide and deep...We are using technology to quickly credit the refund of… pic.twitter.com/5mT9udjsni
— ANI (@ANI) October 10, 2023