File image of Reserve Bank of India (RBI) | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ ডিসেম্বর: ব্যাঙ্কে (Bank) কাজ থাকলে তাড়াতাড়ি সেরে নিন। কারণ চলতি মাসে (December) ব্যাঙ্ক বন্ধ থাকবে ৯ দিন। তাই আগে থেকেই পরিকল্পনা করতে হবে। যাতে নগদ বা অন্য সমস্যায় পড়তে না হয়। আরবিআই (RBI)-র তরফে জানা গেছে, ডিসেম্বর মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে, সরকারি ছুটির দিন ব্যাঙ্ক হিসেবে, এমনকী রাজ্য ভেদে পৃথক হতে পারে। বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের বিভিন্ন দিন থাকে। আমজনতা ব্যাঙ্কের ছুটি সম্পর্কে অনেক সময় সঠিক তথ্য জানতে পারে না। তাই কাজের ক্ষেত্রে বিলম্ব বা নগদ সঙ্কটের মতো বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।

ডিসেম্বর মাসে ৫টি রবিবার। এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ২৫ ডিসেম্বর বড়দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর উত্তর-পূর্ব কয়েকটি রাজ্যে বক্সিং ডে-র জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে, ডিসেম্বরে ৯ দিন ছুটি। সুতরাং আপনাকে নগদ অর্থের সমস্যায় পড়তে হতে পারে যদি না আগে থেকেই ব্যবস্থা করেন। আরও পড়ুন: GST Collection: অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার আশা, নভেম্বরের জিএসটি সংগ্রহ ছাড়াল ১ কোটি

ডিসেম্বর মাসে যে যে দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে:

১ ডিসেম্বর- রবিবার

৮ ডিসেম্বর- রবিবার

১৫ ডিসেম্বর- রবিবার

২২ ডিসেম্বর- রবিবার

২৫ ডিসেম্বর- বড়দিন

২৬ ডিসেম্বর- বক্সিং ডে

২৭ ডিসেম্বর- রবিবার

আপনারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। সেখানে ছুটির তালিকা দেখতে পারেন।