নয়াদিল্লি: এবার আর ৩৩০ টাকা নয়। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) প্রতি বছর এবার জমা করতে হবে ৪৩৬ টাকা। একথাই জানা গেছে কেন্দ্রীয় সরকার সূত্রে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই বিমার জন্য বছরে প্রিমিয়াম (Primium) দিত হত ৩৩০ টাকা। কিন্তু, সাত বছর পরে সেই টাকা বাড়িয়ে ৪৩৬ টাকা করা হল।
কেন্দ্রীয় সরকার ৯ মে ২০১৫ সালে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) উদ্বোধন করেছে৷ যদি কোনও অংশগ্রহণকারী যে কোনও কারণে ৫৫ বছর বয়সের আগে মারা যায় তবে সরকার দুই লক্ষ টাকার পরিমাণে একটি জীবন বিমা পলিসি প্রদান করবে PMJJBY স্কিমের অধীনে তাদের পরিবারের মনোনীত ব্যক্তিকে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং অন্যান্য বেসরকারি বিমা সংস্থাগুলি সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির মাধ্যমে এই প্রকল্পটি চালু করেছিল। এই বিমা প্রকল্পে অংশগ্রহণের জন্য ভারতীয় নাগরিকদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ৫০ বছরের বেশি বয়সী হলে হবে না।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ভারত সরকারের একটি খুব ভালো উদ্যোগ। দরিদ্র এবং বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত লোকেরা এই বিমা করাতে পারবেন এবং তাঁদের সন্তানরাও ভবিষ্যতে এর দ্বারা উপকৃত হবে। এর জন্য আবেদনকারীকে আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।