গৌতম আদানি (Photo Credits: Twitter)

মুম্বই: গৌতম আদানিকে (Goutam Adani) স্বস্তি দিয়ে তাঁর সংস্থায় (Adani Group) ১.৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৩২ হাজার ৬৬২ কোটি ১ লক্ষ ৯৬ হাজার টাকা বিনিয়োগ (invest) করতে আগ্রহ প্রকাশ করল একাধিক সংস্থাকে নিয়ে তৈরি আবুধাবির (Abu Dhabi) ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি (International Holding Company)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, সোমবার আদানি এন্টারপ্রাইজে এই টাকা বিনিয়োগ করার বিষয়ে ঘোষণা করে আবু ধাবির ওই ফার্ম। ওই ফার্মের একটি শাখা গ্রিন ট্রান্সমিশন ইনভেস্টমেন্ট হোল্ডিং আরএসসি লিমিটেডের ( Green Transmission Investment Holding RSC Limited) মাধ্যমে এই বিনিয়োগ তারা করতে চায় বলে জানিয়েছে।

এপ্রসঙ্গে ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার (Chief Executive Officer) সৈয়দ বাসার সুয়েব জানান, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের (Adani Enterprises Ltd) মূল ভিত্তির উপরে আমাদের বিশ্বাস ও ভরসা রয়েছে। তাই আমরা আদানি গ্রুপে বিনিয়োগের বিষয়ে আগ্রহী।  এর ফলে আমরা আমাদের শেয়ার হোল্ডারদের ভবিষ্যতে অনেক মুনাফা দিতে পারব বলেই মনে করছি।