ফাইল ছবি

জম্মু, ৩০ অগাস্ট: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ (Poonch) জেলার নিয়ন্ত্রণরেখায় (LOC) জঙ্গি অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা ব্যর্থ করল সেনাবাহিনী। তাদের গুলিতে এক জঙ্গি নিকেশ হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আজ ভোরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে আসা এক জঙ্গি পুঞ্চ সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্তে মোতায়েন জওয়ানদের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই এলাকায় তল্লাশি শুরু হয়।

বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। পাল্টা গুলিতে নিহত হয় সে। যদিও তার আগে গুলির লড়াই চলে বেশ খানিকক্ষণ। ওই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি একে-৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে। আরও পড়ুন: Avani Lekhara Wins Gold: প্যারালিম্পিক্সে ইতিহাস, মহিলাদের শুটিংয়ে ভারতকে প্রথম সোনা এনে দিলেন অবনী লেখারা

এক সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরের ত্রালে এনকাউন্টারে খতম হয় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। মৃত জঙ্গিদের একজনের নাম ওয়াকিল শাহ। সে বিজেপি নেতা রাকেশ পণ্ডিতকে খুনের ঘটনায় জড়িত ছিল।