ইন্দোরে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের (Australian Women Cricketers) হেনস্থা করার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত আকিল খান। শনিবার সকালেই তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কিন্তু বাইক থেকে পড়ে গিয়ে তাঁর হাত ও পায়ে গুরুতর চোট লাগে। সেই কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এদিন চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে। এই আকিলকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ধৃত আকিলের বিরুদ্ধে অতীতেও অভিযোগ দায়ের হয়েছিল
পুলিশসূত্রে খবর, ধৃত যুবক একজন দাগী অপরাধী। তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা চলছে। যদিও কী সংক্রান্ত মামলা চলছে, তা এখনই প্রকাশ্যে আনেনি তদন্তকারী আধিকারিকরা। গত বৃহস্পতিবার যে বাইকে করে আকিল ঘটনাটি ঘটিয়েছিল, শনিবার সেই বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
শনিবারই গ্রেফতার অভিযুক্ত
জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মধ্যপ্রদেশের ইন্দোরে একটি হোটেলের কাছে এমআইজি কলোনির খজরানা রোডের একটি ক্যাফেতে প্রাতঃরাশ করতে গিয়েছিলেন দুই মহিলা ক্রিকেটার। তাঁদের পিছু নেয় আকিল, এরপর এক মহিলা ক্রিকেটারকে শারীরিকভাবে স্পর্শ ও কটুক্তি করে পালিয়ে যায় অভিযুক্ত। সেদিনই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন দুই ক্রিকেটার। শনিবার ইন্দোরে মহিলা বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি খেলতে নামছে অস্ট্রেলিয়া। তার আগেই গ্রেফতার মূল অভিযুক্ত।