IndiGo: ঠাকুমার মৃত্যুর খবরে বিমান ওড়াবেন না, জানান ইন্ডিগোর চালক
Indigo (Photo Credit: File Photo)

পাটনা, ১১৮ জানুয়ারি: ঠাকুমার মৃত্যুর খবর পেতেই তিনি আর বিমান (Plane) ওড়াবেন না বলে জানান চালক। ফলে 6E-126 বিমানে করে যে যাত্রীদের পাটনা (Patna) থেকে পুণেতে (Pune)  আসার কথা ছিল, তা মহা বিপদে পড়েন। টেকঅফের কিছুক্ষণ আগে ঠাকুমার মৃত্যুর খবর পান ইন্ডিগোর 6E-126 -এর (IndiGo) চালক। ফলে তিনি ওই সময় আর বিমান ওড়াতে পারবেন না বলে জানান। চালক বিমান ওড়াতে পারবেন না বলে জানালে, পাটনা থেকে পুণের ওই উড়ান প্রায় ৩ ঘণ্টা দেরিতে চলে।

রিপোর্টে প্রকাশ, ১৬২ যাত্রী নিয়ে বিমান যখন টেকঅফের তোড়জোড় করছে, সেই সময় ইন্ডিগোর চালক ঠাকুমার মৃত্যুর খবর পান। সঙ্গে সঙ্গে চালক জানিয়ে দেন, এই মুহূর্তে তিনি বিমান ওড়াতে পারবেন না। ফলে তিনি বিমানের ককপিট থেকে পার্কিং বে-তে চলে যান। এরপরঅন্য চালক এনে ইন্ডিগোর ওই বিমানটিকে পাটনা থেকে পুণের উদ্দেশে রওনা করা হয়।

আরও পড়ুন: SpiceJet: মাঝ আকাশে চরম বিপত্তি, বিমানের শৌচাগারে ঢুকতেই আটকে গেলেন যাত্রী, হুলুস্থূল

পাশাপাশি ওই সময়ে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হয় সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের তরফে।