IndiGo Flight (Photo Credits: Wikimedia Commons)

ইন্দোর, ৮ জুলাইঃ উড়ানের কিছুক্ষণের মধ্যেই ইন্ডিগোর ইন্দোর-রায়পুর বিমানে যান্ত্রিক গোলযোগ। আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের মতোই অশনিসংকেতের খাঁড়া ঘুরছিল ইন্ডিগো ৬ই-৭২৯৫ বিমানের মাথার উপর। কিন্তু পাইলটের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। যাত্রিবোঝাই বিমান নিরাপদে ফিরে এলো বিমানবন্দরে।

আরও পড়ুনঃ দিল্লির আকাশ থেকে দেখা গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, তারার মত জ্বলজ্বল করছে, আইফোন ১৬ দিয়ে ক্যামেরাবন্দি ভিডিও দেখুন

মঙ্গলবার, ৮ জুলাই সকাল ৬টা ৩৫ নাগাদ মধ্যপ্রদেশ ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-৭২৯৫ বিমানটি। ফ্লাইটটিতে প্রায় ৫১ জন যাত্রী ছিল। গন্তব্য ছিল ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-কে (এটিসি) জানান, বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে। যাত্রা সম্ভব নয়। এরপরেই বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর পরিচালক বিপিনকান্ত শেঠ জানান, ইন্ডিগো ৬ই-৭২৯৫ বিমানটি জরুরি অবতারণ করেনি। স্বাভাবিক প্রক্রিয়াতেই বিমানটি ফিরে এসে অবতারণ করেছে।