ইন্দোর, ৮ জুলাইঃ উড়ানের কিছুক্ষণের মধ্যেই ইন্ডিগোর ইন্দোর-রায়পুর বিমানে যান্ত্রিক গোলযোগ। আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের মতোই অশনিসংকেতের খাঁড়া ঘুরছিল ইন্ডিগো ৬ই-৭২৯৫ বিমানের মাথার উপর। কিন্তু পাইলটের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। যাত্রিবোঝাই বিমান নিরাপদে ফিরে এলো বিমানবন্দরে।
মঙ্গলবার, ৮ জুলাই সকাল ৬টা ৩৫ নাগাদ মধ্যপ্রদেশ ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-৭২৯৫ বিমানটি। ফ্লাইটটিতে প্রায় ৫১ জন যাত্রী ছিল। গন্তব্য ছিল ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-কে (এটিসি) জানান, বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে। যাত্রা সম্ভব নয়। এরপরেই বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর পরিচালক বিপিনকান্ত শেঠ জানান, ইন্ডিগো ৬ই-৭২৯৫ বিমানটি জরুরি অবতারণ করেনি। স্বাভাবিক প্রক্রিয়াতেই বিমানটি ফিরে এসে অবতারণ করেছে।