International Space Station Spotted Over Delhi (Photo Credits: X)

নয়াদিল্লি, ৮ জুলাইঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla)। সম্প্রতি অ্যাক্সিয়ম স্পেসের তরফে শুভাংশুর একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। গত ২৬ জুন, স্পেসএক্সের মহাকাশযান 'ড্রাগন'এ চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন চার নভশ্চর। ইতিমধ্যেই ১০ দিন সেখানে কাটিয়ে ফেলেছেন শুভাংশুরা। এবার দিল্লির মাটি থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে (International Space Station) ক্যামেরাবন্দি করা গেল। যেখানে শুভাংশুরা রয়েছেন। মঙ্গলবার সাত সকালে দিল্লির আকাশ থেকে দেখা গেল আইএসএস।

দিল্লির আকাশ থেকে দেখা গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

এদিন ভোর ৫টা ৪২ মিনিটে রাজধানীর পরিচ্ছন্ন আকাশ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে দেখা গিয়েছে। দিল্লির সৈনিক ফার্মস এলাকা থেকে আইফোন ১৬ (iPhone 16) ব্যবহার করে সেই অসাধারণ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভোরের আকাশ আলোকিত মহাকাশ স্টেশনের দর্শনে রাজধানীর লোকজন মুগ্ধ হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আশ্চর্য হন নেটবাসীও। খুব অল্প সময়ের জন্যেই তা দেখা গিয়েছিল। ভোরের আকাশে উজ্জ্বল আইএসএস দ্রুত মিলিয়েও যায়।

আইফোন ১৬ দিয়ে ক্যামেরাবন্দি আইএসএস

 

View this post on Instagram

 

A post shared by Azam Siddiqui (@azam24x7)

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station)। প্রতি ঘন্টায় ২৮,০০০ কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে সে। প্রায় প্রতি ৯০ মিনিটে তার একটি পূর্ণ কক্ষপথ সম্পন্ন হয়। আকাশ পরিষ্কার থাকলে বহু সময়ে খালি চোখেই দেখা যায় আইএসএস-কে। তারার মতো আলোর বিন্দু হিসাবে আকাশে জ্বলজ্বল করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।