Arindam Bagchi (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ১১ এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র অরুণাচল প্রদেশ সফরকে ঘিরে তীব্র আপত্তি জানায় চিন। গতকাল, সোমবার অরুণাচলে যান অমিত শাহ। চিনের এই আপত্তি উড়িয়ে ভারতের বিদেশমন্ত্রক জানাল, " আমরা চিনা মুখপাত্রের মন্তব্যকে পুরোপুরি প্রত্য়াখান করছি। ভারতের অন্য যে কোনও রাজ্যের মতই অরুণাচল প্রদেশেও আমাদের দেশের নেতা,মন্ত্রীরা নিয়মিত যান। অরুণাচল সব সময় ভারতে অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। আমাদের নেতা-মন্ত্রীদের এমন সফরে আপত্তি জানানোর কোনও কারণই থাকতে পারে না এবং এতে সত্য়িটা বদলে যাবে না।"

বিদেশমন্ত্রকের অফিসিয়াল মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা জানান। অরুণাচলে শাহর সফরের বিরোধীতা করে চিনের বক্তব্যকে ভারতকে চাপে রাখার কৌশল হিসেবেই দেখছে নয়া দিল্লি।

দেখুন টুইট

প্রসঙ্গত, আগ্রাসন দেখিয়ে ভারতের অরুণাচল প্রদেশ দখলের চেষ্টা করছে চিন। অরুণাচলে রাস্তা তৈরি, গ্রাম দখলেরও অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে।