নতুন দিল্লি, ২২ জানুয়ারি: ১৪ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড রোগীর মোট সংখ্যা (Coronavirus Cases In India) এখন ১ কোটি ৬ লাখ ২৫ হাজার ৪২৮ জন। গত ১৫ দিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচেই রয়েছে। একই সঙ্গে আশা জাগিয়ে দৈনিক মৃতের সংখ্যা গত ২৫ দিন ধরে ৩০০-র নিচে থাকছে। গত ১৯ জানুয়ারি ভারতে দৈনিক সংক্রামিতর সংখ্যা ছিল ১০ হাজার ৬৪। সাত মাসে এই দিনই সবথেকে কম সংখ্যক ভারতবাসী করোনায় আক্রান্ত হন। গত বছর ৬ জুন দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ১০ হাজার। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১৬৩ জন। আরও পড়ুন-BAN vs WI 2nd ODI 2021 Live Streaming: ভারতে বসে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখুন
দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫৩ হাজার ৩২ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লাখ ৮৩ হাজার ৭০৮ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ১ লাখ ৮৮ হাজার ৬৮৮টি। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭৫ শতাংশ। মৃত্যুর হার ১.৪৪ শতাংশ। ৮৪ শতাংশ দৈনিক সংক্রমণের খবর আসছে দেশের মোট আটটি রাজ্য কেরালা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে। এদিকে ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভরত বায়োটেকের কোভ্যাক্সিন ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার ছাড়পত্র পেয়ে এই টিকাকরণে অংশ নিয়েছে।