BAN vs WI 2nd ODI 2021 Live Streaming: ভারতে বসে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে  ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখুন
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (Photo Credits: Twitter / ICC)

BAN vs WI Live Streaming Online: তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ অনিবার্য ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। শুক্রবার ২২ জানুয়ারি ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। উদ্বোধনী ম্যাচে ৬ উইকেট নিয়ে আজকে একেবারে চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে ২২ গজে দেখা যাবে বাংলার বাঘদের। ১৬ ওভারের পরে রানা তাড়া করতে ঘরের মাঠে বাংলাদেশকে ঘুব বেশি সমস্যায় পড়তে হয়নি। তাই ক্রিকেট অনুরাগীরা সরাসরি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে চোখ রাখুন। এই সিরিজে বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন, রেগুলার স্কিপার কাইরন পোলার্ড সহ বাঘা বাঘা তারকা খেলোয়াড়রা।

এদিকে অবশেষে টিমের নাগাল পেলেন জেসন মহম্মদ। প্রথম ম্যাচে যদিও লড়াইয়ের তেমন সুযোগ মেলেনি। তারপরেও গোটা টিমকে ইতিবাচক থাকতে হবে। কারণ সিরিজের অনেকটাই এখনও বাকি রয়ে গেছে। কাইল মায়ার্স ৪০ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন আবার আকিল হোসেন ওই ম্যাচেই নিয়েছেন ৩ উইকেট। আসন্ন ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। দেখে নেওয়া যাক লাইভ স্ট্রিমিং-সহ ও অন্যান্য তথ্যাবলী। আরও পড়ুন-Winter In West Bengal: শুক্রবারে পারদ কিছুটা নামলেও বঙ্গে শীত বিদায়ের সময় হয়ে এল

আজ শুক্রবার সকাল ১১টা নাগাদ ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামের ২২ গজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ভারতের কোন টিভি চ্যানেল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ সরাসরি টেলিকাস্ট করবে?

দুর্ভাগ্যবশত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ টেলিকাস্টের জন্য ভারতে কোনও অফিশিয়াল ব্রডকাস্টার ঠিক হয়নি। ক্রিকেট অনুরাগীরা এরপরেও এই ম্যাচের হালহকিকত জানতে দুই টিমের সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতে পারেন।

অনলাইনে বিনামূল্যে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে সিরিজের লাইভ স্ট্রিমিং

FanCode app –এর মাধ্যমে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে পারেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, মহম্মদ শফিউদ্দিন, মেহেদি হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মহম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহিদি হাসান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: যোশুয়া দা সিলভা, সুনীল আম্বরিস, জেসন মহম্মদ, অ্যান্ড্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল, রেমান রিফার, কাইল মায়ার্স, নুকরুমাহ বোনার, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি যোশেফ, জাহমার হ্যামিল্টন, কেয়ন হার্ডিং, কেজর্ন ওটলে।