কলকাতা, ২২ জানুয়ারি: মাঘের শীত যেন পড়েও পড়ছে না রাজ্যে। সংক্রান্তির পরে কয়েক দিন শীতের (Winter) আমেজ থাকলেও এখন তার ছিটোফোটাও অনুভূত হচ্ছে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল বুধবারের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। অর্থাৎ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস নামে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গে আজ কুয়াশার দাপট রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। আরও পড়ুন-Dynamite Blast In Karnataka: ডিনামাইট বিস্ফোরণে কর্ণাটকের শিবমোগায় মৃত কমপক্ষে ৮ , শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
নভেম্বরের শেষের দিকে হালকা শীত বঙ্গবাসীর মনে আশা জাগালেও ডিসেম্বরের শুরুতে সে উধাও হয়ে গিয়েছিল। আবার ডিসেম্বরের মাঝামাঝি কয়েকটা দিন জাঁকিয়ে শীত পড়ে। বছর সেই আমেজ বজায় থাকলেও জানুয়ারির প্রথম সপ্তাহের পরে গরমে ঘেমেনেয়ে একসা হয়ে ওঠে বাংলার জনজীবন। তখন গরম পোশাক গায়ে রাখাই দায়। আবার সংক্রান্তি থেকে একেবারে কনকনিয়ে ঠান্ডা নামে বেশ কয়েকটা দিন। তবে ফের বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়ার দাপটে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় মাঘের শীত উধাও হয়েছে। এখন থেকেই রোদ্দুরে পিঠ দিয়ে বসতে গেলে ছ্যাঁকা খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কম্বল ছেড়ে পাতলা চাদরে মনোনিবেশ করেছে বাঙালি। এবারে মানে মানে শীত কেটে পড়লেই বসন্তের আগমনের পথ সুদৃঢ় হয়। যা পরিস্থিতি তাতে এ বছরে আর লেপকম্বল মুড়ে আয়েশ করার দিন গত হয়েছে।