Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি : ফেব্রুয়ারির শুরুতেই আশার খবর। হু হু করে কমছে সংক্রমণ। জানুয়ারির শেষদিনে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন (Coronavirus Cases In India) ১ লাখ ৬৭ হাজার ৫৯। এক ধাক্কায় ২ লাখের নিচে দৈনিক সংক্রমণ। তবে দৈনিক মৃত্যু চিন্তা বাড়াচ্ছ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১১৯২ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ৫৪ হাজার ৭৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্ত অ্যাক্টিভ কেস ১৭ লাখ ৪৩ হাজার ৫৯ টি। পজিটভিটি রেট ১১.৬৯ শতাংশ। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৬৬ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ২০৪ জন।

করোনার দৈনিক পরিসংখ্যান

এদিকে সংক্রমণ কমায় স্বস্তিতে মানুষ। রাজ্যজুড়ে সমস্ত কিছু ফের স্বাভাবিক হয়ে আসছে। স্বাস্থ্য দফতরের কোভিড পরিসংখ্যান বোঝাচ্ছে, দ্রুত স্বাভাবিকের পথে যাচ্ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নয়া করোনা আক্রান্তের সংখ্যা ১,৯১০ জন। গত একদিনে রাজ্যে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ৩৬ জনের। পজিটিভিটি রেট নেমে এসেছে ৫.৪৯ শতাংশে। রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭০৯ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৭২৭ জন। আজ, ৩১ জানুয়ারি পর্য়ন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ৬১৯ জন।

করোনা পিছু হাতে থাকায় মঙ্গলবার থেকে লোকাল ট্রেন (Local Train) ও মেট্রো (Kolkata Metro) চলবে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে। এতদিন যা ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছিল। কলকাতা মেট্রোয় চালু হচ্ছে স্মার্ট টোকেন। আগের মতই টিকিট কাউন্টার থেকে স্মার্ট টোকেন কিনতে পারবেন। থাকছে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও।