নতুন দিল্লি, ৭ অগস্ট: ক্রমবর্ধমান ভারতের করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২০,২৭,০৭৪। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১,৫৮৫ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩,৭৮,১০৫ জন। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,০৭,৩৮৪।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২,৪৯৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৮৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৯,৭৬৯ জন। ভারতে এখন সুস্থতার হার ৬৭.৯৮ শতাংশ। আর মৃত্যুর হার ২.০৫ শতাংশ। ৬ আগস্ট পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার ১৩৪ জনের, জানায় আইসিএমআর। আরও পড়ুন, মাত্রা ছাড়া সংক্রমণ, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ মিলিয়ন ছাড়িয়ে গেল
India's #COVID19 case tally crosses 20-lakh mark with highest single-day spike of 62,538 cases
The COVID19 tally rises to 20,27,075 including 6,07,384 active cases, 13,78,106 cured/discharged/migrated & 41,585 deaths: Ministry of Health pic.twitter.com/AaPCaQW27M
— ANI (@ANI) August 7, 2020
জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী শুক্রবার বিশ্বে মোট করোনা আক্রান্তের (Global COVID-19 Cases) সংখ্যা ১৯ মিলিয়নের কোঠা ছাড়িয়ে গেল। এই মুহূর্তে পৃথিবীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষ ৭ হাজার ৯৩৮ জন। মৃত্যু মিছিলে শামিল ৭ লক্ষ ১৩ হাজার ৪০৬ জন। আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৮ লক্ষ ৮১ হাজার ৯৭৪। বিশ্বের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মারণ রোগের বলি এখনও পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজার ৯০ জন। ২৯ লক্ষ ১২ হাজার ২১২ জন আক্রান্তকে নিয়ে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিল। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৯৮ হাজার ৪৯৩ জন।