নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর: প্রতিদিনই কমছে দেশে করোনার (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩০ হাজার ২৫৪ জন। একই সময়ে মৃ্ত্যু হয়েছে ৩৯১ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ লাখ ৫৭ হাজার ২৯ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৯ জনের। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৫৬ হাজার ৬৪৬ জনের। সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৫৭ হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১৩৬ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry)।
আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ১৫ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪৩৪টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: 2001 Parliament Attack Anniversary: সংসদে জঙ্গি হামলার ১৯ বছর, শহিদদের শ্রদ্ধা নরেন্দ্র মোদির
A total of 15,37,11,833 samples tested for #COVID19 up to 12th December. Of these, 10,14,434 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/Bw4IZVDBck
— ANI (@ANI) December 13, 2020
বিশ্বে এখনও পর্যন্ত ৭ কোটি ২১ লাখ ৩ হাজার ২২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬ লাখ ১১ হাজার ৪৯২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৪ লাখ ৮৯ হাজার ১৫০ জন।